কানপুরে ভারতীয় সমর্থকদের হামলার শিকার টাইগার রবি

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
কানপুরে ভারতীয় সমর্থকদের হামলার শিকার টাইগার রবি

কানপুরে রবি নামে একজন বাংলাদেশী ভক্তকে স্ট্যান্ডে থাকা অন্যান্য ভারতীয় সমর্থকরা আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তাকর্মীরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। 

তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও কোনো ধরনের হামলা হওয়ার কথা অস্বীকার করেছে পুলিশ।

বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক আজকের পত্রিকাকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রবি। তিনি বলেছে, “তখন বৃষ্টি হচ্ছিল। গ্যালারি থেকে ভেতরে চলে যাই। এরপর আমাকে কয়েকজন ভারতীয় সমর্থক মারধর করে। বুকের পাঁজরে লেগেছে। আমি নিশ্বাস নিতে পারছি না। পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে।”

পুলিশ জানিয়েছে, আঘাতের বিষয়ে ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। পরিস্থিতির সঠিক বিবরণ জানতে স্ট্যান্ড থেকে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে বলে জানিয়েছেন তারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ব্যথায় কাতরাচ্ছেন রবি। কথা বলতে কষ্ট হচ্ছিল তারা। হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন, তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবি জানিয়েছেন, খেলা শুরুর পর থেকে ভারতের সমর্থকরা তাকে গালাগালি করছিলেন। তিনি বলেন, “কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে। আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।”