হাসিনাকে ফেরত পাঠানো হচ্ছে না কেন- প্রশ্ন ইন্ডিয়ান এমপির


ইন্ডিয়ার হায়দারাবাদের এমপি এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, যদি ইন্ডিয়ান সরকার সত্যিই দেশ থেকে ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে চায়, তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ফেরত পাঠানো উচিত।
বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের উদ্দেশে ওয়াইসি বলেন, “আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) দেশে রাখছি? তাকে ফেরত পাঠানো হোক। তিনিও তো বাংলাদেশি, তাই না?”
বাংলাদেশের জুলাই বিপ্লবকে স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকায় যে ‘জনপ্রিয় গণঅভ্যুত্থান ’ ঘটে গেছে ইন্ডিয়াকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
এআইএমআইএম প্রধান বলেন, “ইন্ডিয়াতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে, যিনি বিবৃতি ও বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন; অথচ মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ইন্ডিয়ানদের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হয়েছে।”
আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করে বলেন, “ইন্ডিয়াতে যিনিই বাংলা ভাষায় কথা বলবেন, তিনিই বাংলাদেশি হয়ে যাচ্ছেন? এ থেকে বোঝা যায়, এখানে বিদেশী আতঙ্ক কাজ করছে।”
তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কীভাবে এসব মানুষকে আটক কেন্দ্রে রাখছে। এখানে সবাই যেন স্বঘোষিত আইনরক্ষক হয়ে উঠেছেন।