সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩০

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৪ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম
সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩০
ছবি : সংগৃহীত

দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সুইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু যোদ্ধাদের মধ্যে সহিংসতায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মৃতের সংখ্যা ৩৭ বলেছে।

গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। 

সিরিয়ায় নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের অভ্যন্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যদিও তারা এখনও নাজুক পরিস্থিতিতে আছে বলে মত অনেকের।

সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর তার নির্বাচনী এলাকার জনগণকে ‘আত্মসংযম অনুশীলন এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেয়ার’ আহ্বান জানিয়েছেন।

সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির আধ্যাত্মিক নেতারাও।