ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েলি সেনাবাহিনী


ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং যেসব এলাকার বাসিন্দারা সতর্কবার্তা পেয়েছেন তাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান এর পাল্টা জবাবে একাধিকবার ইসরায়েলে আঘাত হানে। এরই মধ্যে ইসরায়েলের অন্তত দশটি স্থানে হামলা চালিয়েছে ইরান।
এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং একটি বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
বাহরাইন সরকার জানায়, দেশটির ৭০ শতাংশ সরকারি কর্ম নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের আলোকে, নাগরিক ও বাসিন্দাদের শুধু প্রয়োজনীয় সময়েই প্রধান সড়কগুলো ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে। যাতে জরুরি কর্তৃপক্ষ নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়।
Jagonews24 Google News Channe
আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যনীতি বিষয়ক জ্যেষ্ঠ ফেলো হাসান আলহাসান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা গোটা অঞ্চলে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে।
সূত্র: আল-জাজিরা