বাংলাদেশ নিয়ে আমাদের দুশ্চিন্তা বাড়ছে: ভারতের সাবেক মন্ত্রী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ মে ২০২৫, ০২:১৯ পিএম
বাংলাদেশ নিয়ে আমাদের দুশ্চিন্তা বাড়ছে: ভারতের সাবেক মন্ত্রী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নিয়ে ভারতের দুশ্চিন্তা বাড়ছে। বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভারতেও তার প্রভাব পড়বে। এমন মন্তব্য করেছেন জাতীয় কংগ্রেসের বহরমপুরের সাবেক সংসদ সদস্য তথা ভারতের সাবেক রেলপ্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।

সোমবার (২৬ মে) দিল্লি থেকে কলকাতায় ফিরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে এর আগেও সংবাদের শিরোনামে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের জেলা মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরের অধিকাংশ এলাকা ওপার বাংলার অংশ বলে দাবি করবে বাংলাদেশ।

তার ওই বিতর্কিত মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অধীর রঞ্জন চৌধুরী ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে দাবি করেছিলেন, এই বিষয় নিয়ে ঠুনকো রাজনীতি করবেন না। এটি ক্যানসারের মতো, পদক্ষেপ না নিলে সারা শরীরে ছড়িয়ে পড়বে।

সোমবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে আমাদের দুশ্চিন্তা বাড়ছে। যেহেতু বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে অস্থিরতা হলে আমাদের এখানে তার প্রভাব পড়বে। তাই আমাদের দুশ্চিন্তা বাড়ছে।