ঈদুল ফিতরে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি চাইলেন সৌদি বাদশাহ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম
ঈদুল ফিতরে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি চাইলেন সৌদি বাদশাহ
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের নাগরিক ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহসালমান বিন আবদুল আজিজ। সেই সঙ্গে সমগ্র বিশ্ববাসীর জন্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তিনি।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেয়া এক বার্তায় বাদশাহ সালমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘আমরা এই বছর রমজান মাসে লক্ষ লক্ষ মুসলিমকে ওমরা পালন এবং পবিত্র স্থান পরিদর্শন করার সুযোগ করে দেয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বার্তায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা সৌদি পুরুষ ও নারীদের ধন্যবাদ জানান বাদশাহ। ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘ঈদ হলো খুশি ও আনন্দের দিন, যেখানে করুণা ও ঐক্যের মূল্যবোধ উজ্জ্বল হয়।’

বাদশাহ দোয়া ও প্রার্থনার মাধ্যমে বার্তা শেষ করেন। বলেন, ‘আল্লাহ সৌদি আরব, ইসলামি বিশ্ব এবং সমগ্র বিশ্বকে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি দান করুন।’
 
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও তুরস্কসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 
 
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন এসব দেশের মুসলিমরা।