ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ৩৭৩ জন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ৩৭৩ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন।

রবিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৫৩ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৪৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৮ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৮ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।