স্বাস্থ্য শিক্ষার প্রশাসনে নতুন পরিচালক, ডা. নাসিরকে ওএসডি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
স্বাস্থ্য শিক্ষার প্রশাসনে নতুন পরিচালক, ডা. নাসিরকে ওএসডি
ছবি : সংগৃহীত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীনকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিচালক শৃঙ্খলা পদে কর্মরত ডা. মিছবাহ উদ্দীন আহমদকে। একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (কার্ডিয়াক সার্জারি) ডা. মো. আব্দুল কাইয়ুম চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। বদলি ও পদায়ন করা কর্মকর্তারা আগামী চার কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ১৫ নভেম্বর সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মিছবাহ উদ্দীন আহমেদকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৯ নভেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল।