ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৪৮ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১১৪ জনেরই মৃত্যু হয়েছে চলতি মাসে। গত মাসে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছিল।

রবিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় ডেঙ্গুতে ঢাকা বিভাগে দুজন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দুজন এবং বরিশাল ও রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫৪৩ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৫ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৫৪ দশমিক ২ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫৬ হাজার ৯১১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।