একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে পাঁচ শতাধিক রোগী

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে পাঁচ শতাধিক রোগী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এটিই চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৯৯ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, ঢাকা বিভাগে ৯০ জন, খুলনা বিভাগে ৫৯, বরিশাল বিভাগে ৩৭ জন, রাজশাহী ১৮, ময়মনসিংহ বিভাগে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৬৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।