ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ২০৯

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ২০৯
ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন মারা গেছেন। এতে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টা নতুন করে ২০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩২৭ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। 

এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।