ভয়াবহ ঝুঁকিতে জন্মগত ডায়াবেটিক আক্রান্ত শিশুরা


বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে টাইপ-১ তথা জন্মগত ডায়াবেটিস। অভিভাবকদের অজ্ঞতা ও সচেতনতার অভাবে এ সকল ডায়াবেটিস আক্রান্ত শিশুরা নানা ধরনের ভয়াবহ জটিলতায় পড়ছে। তাদের কেউ কেউ পড়ছেন অকালে মৃত্যুর মুখেও।
বৃহস্পতিবার(২২ মে) সাভারে ব্রাক সিডিএম সেন্টারে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং নভোনডিস্ক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে জন্মগত ডায়াবেটিস আক্রান্ত শিশু ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ক্যাম্পে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পিডিআরসি’র পরিচালক ও পেডিয়াট্রিক এন্ডোক্রাইনজিস্ট ডা. বেদৌরা জাবীন বলেন, বাংলাদেশে বর্তমানে টাইপ-১ তথা জম্মগত ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে—যা সুস্থ সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়তে ব্যাপক ঝুঁকি তৈরি করছে। এমতাবস্থায় ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় সাধারণ মানুষদের ব্যাপক সচেতনার বিকল্প নেই বলে জানান তিনি।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বাডাস মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
ডায়াবেটিস আক্রান্ত শিশুদের পক্ষ হতে অভিজ্ঞতা শেয়ার করেন তরুন সংগঠক প্রত্যয় ও আদীবা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সুস্থ সুন্দর প্রজম্ম তৈরিতে ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় সাধারণ মানুষদের অধিকতর সচেতনার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান। একই সঙ্গে দেশে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ হিসেবে কাজ করারও আহবান জানান তারা।
অনুষ্ঠানে এ সকল ডায়াবেটিস আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের ডায়াবেটিস মোকাবিলার অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ দেওয়া হয়।