ঢাকায় ছুটির দিনেও এত দূষণ
আজ শুক্রবার ছুটির দিনের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে। আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২২১। ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ ছুটির দিনে যানবাহন চলাচল অনেক কম। আবার কলকারাখানাও বন্ধ থাকে। ঢাকার দূষণের দুই বড় উৎস যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া। তারপরও আজ ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত নগরী।
বায়ুদূষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আড়াই শর বেশি স্কুর বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।
ঢাকার চেয়ে ব্যাংককের দূষণ অনেক কম। এ মাসে এখন পর্যন্ত একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকার মানুষ। আবার দূষণে প্রথম থেকে পঞ্চম স্থানেই থেকেছে এ মাসের প্রায় প্রতিটি দিন। সেই তুলনায় ব্যাংককের অবস্থান ১০ বা এর নিচে।
যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০–এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০–এর বেশি হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারি) সকালে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ছিল ৫১৮। সাম্প্রতিক অতীতে এমন অবস্থা দেখা যায়নি। এর মধ্যে রাজধানীর একটি স্থানে মান ১০০০–এর ওপরে উঠে গিয়েছিল। নগরের দূষণ পরিস্থিতি এমন নাজুক হলেও পরিবেশ অধিদপ্তরসহ সরকারের কোনো প্রতিষ্ঠানেরই কোনো মাথাব্যথা নেই।
ঢাকার সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (২৯৮), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৭৩) ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫৩)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২৯ দশমিক ৩ গুণ বেশি।
গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ৫১৮। বায়ুদূষণের মান ৩০০ পার হলেই তাকে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়। গতকাল বাতাসে যে ভয়াবহ দূষণ ছিল, তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলে জানিয়েছেন পরিবেশ-বিশেষজ্ঞরা।