সমালোচনার জবাব দিলেন জেফার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
সমালোচনার জবাব দিলেন জেফার

বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। সেই কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন গায়িকা জেফার রহমান।

অনেকের আপত্তি, কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কেউ কেউ তো তাঁকে অটো টিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন জেফার।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’

সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’