মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিট মূল্য লাখ ছুঁইছুঁই
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মার্চে মুম্বাইয়ে কনসার্ট করবেন তিনি। তার আগেই কনসার্টের টিকিটমূল্য প্রকাশ করা হয়েছে। টিকিটের দাম দেখে চমকে গেছে ভক্তরাও।
হাজারের ঘর পার করে লাখ ছুঁইছুঁই অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম। গায়ককে ঘিরে ভক্তদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে তা বলাই বাহুল্য। এর আগে অরিজিতের মুম্বাই কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম উঠেছিল ৮৫,০০০ টাকা।
অনলাইনে সেই টিকিট লাইভ হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই 'সোল্ড আউট' হয়ে গিয়েছিল। সেই রেকর্ডের পর এবার নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছেন এই সঙ্গীতশিল্পী।
কনসার্টের জন্য আয়জকেরা আসন সংখ্যা বাড়িয়েছেন। যার দাম এবার ছুঁয়েছে ৯৫,০০০ টাকা।
সবচেয়ে ব্যয়বহুল এই 'ডায়ামন্ড বিভাগে' আসন সংখ্যা মাত্র ২টি। এখানে দর্শকদের জন্যে থাকবে অ্যালকোহলের ব্যবস্থা। পরিবেশিত হবে নাশতা।
অরিজিৎ সিং ২০২৫ সালের ২৩ মার্চ মুম্বাইয়ে মঞ্চ মাতাবেন। বান্দ্রার জিও ওয়ার্ল্ড গার্ডেনে গান গাইবেন গায়ক। আয়োজক সংস্থ হল ইভা লাইভ এবং তারিশ এন্টারটেইনমেন্ট।
অরিজিতের মুম্বাই কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ১৩,৫০০ টাকা থেকে। এটি হল গোল্ড বিভাগ। এরপর রয়েছে প্ল্যাটিনাম বিভাগ। যার টিকিট মূল্য গোল্ডের প্রায় দ্বিগুণ, ২৫,০০০ টাকা।
গোল্ড এবং প্ল্যাটিনাম বিভাগের পর এবার নতুন করে ডায়ামন্ড বিভাগটি জুড়েছেন আয়োজকরা। যার দাম লাখ টাকা ছুঁইছুঁই।
পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাটি ট্যুরের দামকেও ছাপিয়ে গেল অরিজিতের কনসার্টের টিকিট। এর আগে কোনো ভারতীয় শিল্পীর লাইভ কনসার্টের টিকিটের দাম এই পর্যায়ে পৌঁছয়নি।