আইন অমান্য করে জরিমানার মুখে বাদশা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
আইন অমান্য করে জরিমানার মুখে বাদশা

জরিমানার মুখে পড়লেন ভারতের জনপ্রিয় ব়্যাপার বাদশা। রাস্তায় ভুল পথে গাড়ি চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা গুনেছেন তিনি।

এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন বাদশা। পাশাপাশি উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন তিনি। অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের জন্য গুরুগ্রাম ট্রাফিক পুলিশ ১৫ হাজার টাকা জরিমানা করেছে গায়ককে। 

পুলিশ জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি শপিংমলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাদশা। সে সময়ই এমন কাণ্ড ঘটিয়েছেন গায়ক। 

গাড়িটি পাণিপথের বাসিন্দা জনৈক দীপেন্দর মালিকের নামে রয়েছে। যেটা ড্রাইভ করছিলেন বাদশা। 

জানা গেছে, দীর্ঘ ট্র্যাফিক থাকায় বাদশা উল্টোপথ দিয়ে গাড়িটি নিয়ে ঢুকে যায়। সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন আশপাশের পথচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িতে পড়তেই ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ। সোমবার ব়্যাপার বাদশাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর দেবেন্দর কুমার বলেন, ‘চালান কাটা হয়েছে। গাড়িতে উচ্চস্বরে গান বাজানো এবং রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’