কিশোর কুমারকে চেনেন না আলিয়া ভাট!

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
কিশোর কুমারকে চেনেন না আলিয়া ভাট!

নিজস্ব সংস্কৃতি বা শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার ওপর গুরুত্ব দেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার পিতামহ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের সম্মানে একটি জাতীয় চলচ্চিত্র উৎসব আয়োজনের কথা ঘোষণা করেন তিনি। সেখানেই এ কথা বলেন।

গোয়ার ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) চলাকালে রাজ কাপূরের ১০০তম জন্মদিন উপলক্ষে এ ঘোষণা দেন রণবীর। আগামী ১৪ ডিসেম্বর তার জন্মদিন উদযাপন করা হবে।

গোয়ার কালা একাডেমি মিলনায়তনে বক্তব্য রাখতে গিয়ে, রণবীর জানান, রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালটি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা ভারত জুড়ে অনুষ্ঠিত হবে। সেখানে রাজ কাপুরের ১০টি আইকনিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এসব ছবি পুনঃরুদ্ধারের কাজ ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এনএফডিসি), জাতীয় চলচ্চিত্র আর্কাইভস অব ইন্ডিয়া (এনএফএআই), ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং রাজ কাপুরের ভাইপো কুণাল কাপুরের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে।

রণবীর কাপূর চলচ্চিত্রের কিংবদন্তিদের উদযাপনের গুরুত্ব নিয়ে ভাবনা ব্যক্ত করেন, বলেন, ‘আমাদের শেকড়কে মনে রাখা জরুরি—শুধু রাজ কাপূর নয়, আরও অনেক চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পী রয়েছেন, যারা ভারতীয় সিনেমায় অমোচনীয় ছাপ রেখে গেছেন।’

তিনি আইএফএফআইকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তরুণ প্রজন্মকে রাজ কাপুরের অমর কাজগুলো  খুঁজে বের করার উৎসাহ দেওয়ায় কৃতজ্ঞতা জানান।

শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকার বিষয়ে তার পয়েন্টটি জোরালো করতে, রণবীর তার স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটের একটি অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘যখন আমি প্রথম আলিয়াকে দেখি, তখন সে কিশোর কুমারকে চিনত না, এটা শুধু জীবনের চক্র। মানুষ ভুলে যায়, আর নতুন শিল্পীরা জায়গা করে নেয়।’

রাজ কাপুরের জীবন নিয়ে একটি বায়োপিক তৈরির স্বপ্নের কথা উল্লেখ করেন রণবীর।  

তিনি বলেন, ‘একটি বায়োপিক শুধু কারো সাফল্য উদযাপন করা নয়, বরং তাদের সংগ্রাম, সম্পর্ক ও পতনের বিষয়টিও সঠিকভাবে তুলে ধরা।’  

রণবীর কাপুর বলেন, ‘আমি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, কিন্তু এটি একটি কঠিন প্রকল্প। তবে সেসব বিষয় তুলে ধরতে আমার পরিবার রাজি হবে কি না- সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

পেশাগত দৃষ্টিকোণ থেকে, রণবীর কাপুর তাদের আসন্ন সিনেমা 'লাভ অ্যান্ড ওয়ার'-এর জন্য সঞ্জয় লীলা বানসালির সঙ্গে পুনরায় কাজ করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ‘১৭ বছর পর তার সঙ্গে কাজ করা একই রকম অনুভূতি। সিনেমার প্রতি তার উদ্দীপনা অদ্বিতীয়।’

তিনি আরও কিছু বৈচিত্র্যময় প্রকল্পে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে রয়েছে 'অ্যানিমাল পার্ক' এবং নিতেশ তিওয়ারির 'রামায়ণ', যেখানে তিনি শ্রী রামের ভূমিকায় অভিনয় করবেন।