রাজের প্রাক্তন প্রেমিকা ও স্ত্রীর খুনসুটি, ভিডিও ভাইরাল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
রাজের প্রাক্তন প্রেমিকা ও স্ত্রীর খুনসুটি, ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকার পর হঠাৎই বিচ্ছেদ ঘটে দেব-শুভশ্রীর। বিচ্ছেদের কারণ নিয়ে কেউ কখনও মুখ খোলেননি। এরপর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন শুভশ্রী। তবে শুভশ্রীর আগে রাজের সম্পর্ক ছিল অভিনেত্রী মিমির সঙ্গে। শুরুর দিকে তাদের মধ্যে সম্পর্কের জটিলতা থাকলেও দীর্ঘ সময় পর দেখা গেছে একেবারেই ভিন্নরুপে।

অতীতের জটিলতা, গসিপ, আর টালিপাড়ার কানাঘুষাকে পিছনে ফেলে, শুভশ্রী-মিমি একসঙ্গে ধরা দিলেন এক ফ্রেমে। সেই ভিডিওতে মিমির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল শুভশ্রীর গলায়, এদিকে রাজের স্ত্রীর গালে আনন্দে চুমু খেলেন তার প্রাক্তন।

ঘটনাটি ঘটেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। মেকআপ ভ্যানে তোলা একটি রিল ইতোমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে শুভশ্রীকে বলতে শোনা গেছে, ‘বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।’

শুভশ্রীর মন্তব্যের পর মিমি আবার আবেগপ্রবণ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে অভিনেত্রীর গালে চুমু খান।

এই দৃশ্য দেখে অবাক নেটপাড়া। ভিডিওটি দেখে অনেকে মন্তব্য করেছেন, একটা সময়ে রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ছিল টালিপাড়ার ওপেন সিক্রেট, আর আজ প্রাক্তন প্রেমিকের স্ত্রী শুভশ্রীর সঙ্গে এমন রসায়ন?

তবে এর আগে এক ফ্রেমে কখনও দেখা যায়নি মিমি-শুভশ্রীকে। একবার একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করলেও, তখনও শুটিং হয়েছিল আলাদা আলাদা। কিন্তু এবার সব দূরত্ব পেরিয়ে, দুর্গাপুজার স্পেশ্যাল শুটে একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তারা— একই কোম্পানির হয়ে ধরা দিলেন এক ফ্রেমে।

‘গৃহপ্রবেশ’-এর পর ‘ধূমকেতু’- এই মুহূর্তে টালিপাড়ায় শুভশ্রী ঝড় তুলেছেন। তবে পুজায় মুক্তি পাচ্ছে মিমির ‘রক্তবীজ ২’ , যেখানে অভিনেত্রীকে দেখা যাবে বিকিনি লুকে।