হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার


মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উত্তরা আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০)। মিছিলে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে ২২ আগস্ট জুবায়ের ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় শমী কায়সার সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। আজ সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তিনি তিন মাসের জামিন পান।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উত্তরা আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০)। মিছিলে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে ২২ আগস্ট জুবায়ের ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় শমী কায়সার সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।
এর আগে ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ৬ নভেম্বর আদালত তাকে রিমান্ডে পাঠায়। ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
শমী কায়সার প্রখ্যাত সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার ও লেখিকা-সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর পুত্র রাজনীতিক মাহি বি চৌধুরীর খালাতো বোন।