পিছিয়ে গেল সৌরভের বায়োপিকের শুটিং


ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বহু প্রতীক্ষিত বায়োপিকের শুটিং পিছিয়ে গেছে। বলিউড অভিনেতা রাজকুমার রাও মূল চরিত্রে অভিনয় করছেন। নিজেই জানিয়েছেন যে এই ছবির কাজ ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৌরভের চরিত্রটি বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিনি এখনও পুরোপুরি প্রস্তুত নন। এই চরিত্রের প্রতি সুবিচার করতে তাকে আরও অনেক কিছু শিখতে হবে। সে কারণেই পরিচালক বিক্রম মোটওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার জন্য তিনি নিজেই অনুরোধ জানিয়েছেন।
রাজকুমার রাও বলেন, ‘দাদার জীবন পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য সকলেই যত্নবান। প্রস্তুতির জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। সেই কারণে আমরা শুটিং পরবর্তী বছরের জন্য পিছিয়ে দিয়েছি। ক্রিকেটে আমাদের সবচেয়ে আইকনিক নায়কদের একজনের চরিত্রে অভিনয় করা একটি বড় দায়িত্ব।’
তার কথায়, ‘যদিও আমি ক্রিকেট খেলতে জানি তবে বাঁ-হাতি ব্যাটসম্যান হওয়া সম্পূর্ণ আলাদা, আলাদা বলের খেলা। তাই অনুশীলনের জন্য আমার কিছুটা সময় প্রয়োজন।’
প্রতিবেদনে আরও বলা হয়, নির্মাতারা চিত্রনাট্যে সাম্প্রতিক কিছু ঘটনাও যুক্ত করেছেন, যার কারণে স্ক্রিপ্ট এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সৌরভের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতিটি খুঁটিনাটি তুলে ধরাই নির্মাতাদের প্রধান লক্ষ্য।