কালো জাদুর ভৌতিক গল্প নিয়ে আসছে ‘ওয়েনসডে সিজন টু’


যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য সুখবর। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েনসডে সিজন টু’। হরর আর কমেডি ঘরানার এ সিরিজের ট্রেলারে ফুটে ওঠা চমকপ্রদ কাহিনি আর অদ্ভুত চরিত্র এরই মধ্যে দর্শক আগ্রহ বাড়িয়ে তুলেছে।
২০২২ সালের শেষ দিকে নেটফ্লিক্সে প্রথম মুক্তি পায় রহস্যময় সুপার ন্যাচারাল সিরিজ ‘ওয়েনসডে’। মুক্তির পরই এড্যামস পরিবারের সবচেয়ে অদ্ভুত সদস্যের চোখ দিয়ে এক ভিন্ন জগতের সন্ধান পায় দর্শক মহল। জেনা ওর্তেগা অভিনীত ‘ওয়েনসডে'র এড্যামস’ হয়ে ওঠেন নতুন প্রজন্মের আইকন।
এড্যামসের ঠান্ডা চোখ, নির্ভীক মনোভাব আর একেবারে অন্যরকম ডার্ক হিউমার ছুঁয়ে যায় দর্শককে। মুক্তির মাত্র তিন সপ্তাহের মাঝেই সিরিজটি নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা ইংরেজি সিরিজের তালিকায় স্থান করে নেয়। এরপরেই শুরু হয় দ্বিতীয় সিজনের অপেক্ষা।
অবশেষে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে নেটফ্লিক্স। মুক্তি পাচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। সিজন ওয়ান এর বিশাল সাফল্যের পর, দ্বিতীয় সিজনে আরও ভৌতিক ও রহস্যময় নতুন চরিত্রের প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতা। এবারের সিরিজে মূল আকর্ষণ লেডি গাগার উপস্থিতি।
একদিকে সংলাপ অন্যদিকে টিম বার্টনের অনন্য পরিচালনা সিরিজটিকে এনে দিয়েছে জনপ্রিয়তা। দীর্ঘ অপেক্ষার পর আগামী ৬ আগস্ট মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম পর্ব এবং ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় পর্ব।