স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান “অরুণোদয়”।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮২, ৮৩ ও ৮৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ৮০ এবং ৮১তম ব্যাচ।
এ দিন নবীনদের বরণে এবং প্রবীণ শিক্ষার্থীদের পাদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
পবিত্র কোরআন, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এবারের আয়োজনটির বিষয়বস্তু ছিল “বই”। উদ্বোধনের পরই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ৮০-৮১ ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পর্বের অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন উক্ত বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো।