ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু: 'জাহাঙ্গীরনগর ব্লকেড'

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম
ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু: 'জাহাঙ্গীরনগর ব্লকেড'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করছেন কিছু শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোনও গাড়ি ভেতরে ঢুকতে পারছে না।

বুধবার (২০) নভেম্বর শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে বসে এই অবরোধ কর্মসূচি শুরু করেছেন।

বর্তমানে ‘জাহাঙ্গীরনগর ব্লকেডের’ অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা নিরাপদ ক্যাম্পাস দাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দুর্বার আদি প্রথম বলেন, “প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসের মেডিকেলে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা। একজন শিক্ষার্থী যদি ক্যাম্পাসে আহত হয়, তাকে ক্যাম্পাসের মেডিকেলে নেওয়ার পর তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।

ইংরেজি বিভাগের প্রথম বিভাগের শিক্ষার্থী চিশতি বলেন, “মঙ্গলবার যে ঘটনাটি ঘটেছে সেটাকে আমরা কাঠামগত হত্যাকাণ্ড বলে চিহ্নিত করছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কর্মসূচি সকাল সাতটার দিকে শুরু করেছি।”

তিনি বলেন, আমাদের দাবি, ক্যাম্পাসে রেজিস্ট্রেশনবিহীন সব যানবাহন বন্ধ করতে হবে, রেজিস্ট্রেসনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, রাচির পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এগুলো বাস্তবায়ন না হলে আমাদের আন্দোলন চলবে।"

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, "শিক্ষার্থীরা তাদের ব্লকেড কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা এবং ওভারঅল সব বিষয় নিয়ে এখন আমাদের প্রশাসনিক সভা আছে। সভার পর বাকি সিদ্ধান্ত জানানো যাবে।”