এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল কবে, যা জানা গেল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল কবে, যা জানা গেল
ছবি- সংগৃহীত

চলতি বছরের এইচএসসিসমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন

তারা জানান, নিয়মানুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদনের ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সেই হিসাবে আগামী ১৬ নভেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয় ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকলেও এবার তা ছিল না। সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে আবেদন গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ আর জিপিএ ৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

গতবারের (৭৭ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশপাশাপাশি জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।