ঢাকা দক্ষিণ জেলা কিশোরকন্ঠ বৃত্তি পরীক্ষার উদ্বোধন সম্পন্ন


কিশোর কন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত 'কিশোরকন্ঠ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫' এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শিক্ষার বিকাশ ও মানবসম্পদ উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান কিশোর কন্ঠ পাঠক ফোরাম -এর বৃত্তি কার্যক্রম ২০২৫ উপলক্ষে আজ ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর একটি অডিটোরিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে এবারের কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফোরামের পরিচালক জনাব মাহবুব আলম সিয়াম। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
উদ্বোধনী অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক জনাব সাব্বির রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব জনাব আবু ফাত্তাহ মোঃ তূর্য, নির্বাহী সদস্য ইব্রাহিম মাহমুদ নাজমুল হাসান, আব্দুল আজিজ, শাইখুল ইসলাম কৌশিক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।