বাংলাদেশকে ৪০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
বাংলাদেশকে ৪০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে আর্থিক খাতের নীতিগুলোকে শক্তিশালীকরণ এবং জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে ৪০ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।

রোববার বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে এই ঋণচুক্তি হয়েছে।

নগর পরিষেবা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠা এই প্রকল্পের মূল লক্ষ্য।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকারের পক্ষে ফরিদ আজিজ, অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইডিএর পক্ষে বিশ্বব্যাংকের এদেশীয় প্রধান আব্দুল্লায়ে সেক এই চুক্তিতে সই করেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০৩০ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের লক্ষ্য হলো: (ক) পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর-পরিষেবা বৃদ্ধি করা; (খ) নগরসমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা; (গ) পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে উপাদানের লক্ষ্যে পৌরসভা ও সিটি করপোরেশনসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর-অবকাঠামো নির্মিত হবে। এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লাখ মানুষ উপকৃত হবে।