পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন
ছবি : সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮২টি কোম্পানির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।

এদিন ডিএসইতে মোট ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫২৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৫৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট বেড়ে ৯৭৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৩৫.৪৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ১৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।

‎সিএসইতে ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।