আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৫ কোটি ডলার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৫ কোটি ডলার
ছবি : সংগৃহীত

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশে ব্যাংক আরও জানায়, ১৭ থেকে ২৩ আগস্ট দেশে এসেছে ৪৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। ১০ থেকে ১৬ আগস্ট এসেছে ৫৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার ডলার। গত ৩ থেকে ৯ আগস্ট দেশে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। আর আগস্টের প্রথম ২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ ডলার।

গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।