শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে ২১%: পেট্রোবাংলা


বুধবার থেকে দৈনিক আরো ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।
উদ্যোক্তারা গ্যাস সংকটের অভিযোগ তুললেও শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন-পেট্রোবাংলা।
সংস্থাটির এ ভাষ্য সোমবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, “শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যখ্যা করা হলো।”
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে দৈনিক গড়ে ৮২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে সরবরাহ করা হয়েছে। চলতি বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯৯৭ মিলিয়ন ঘনফুট। তার মানে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে।
এসময়ের শিল্প প্রতিষ্ঠানের ক্যাপটিভ (বিদ্যুৎ উৎপাদনে) ও শিল্পে গ্যাস সরবরাহের চিত্রও তুলে ধরেছে পেট্রোবাংলা।
রোববার গুলশান ক্লাবে সংবাদ সম্মেলন করে শিল্পোদ্যাক্তারা বলেন, প্রতিশ্রুতি দিয়েও শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারছে না সরকার। এ অবস্থা চলতে থাকলে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাবে।
বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিটিএমএলইএ, এফবিসিসিআই, বিসিআই, আইসিসি-বাংলাদেশসহ বিভিন্ন ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা।
শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তনের ফলে আগামী বুধবার থেকে দৈনিক আরো ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।