দেশ থেকে অর্থপাচার করে দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫০ জন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
দেশ থেকে অর্থপাচার করে দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫০ জন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। তাদের নামে ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই ৭০ জনের কর শনাক্তকরণ নম্বরসহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি।

একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক।
  
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার (তদন্ত) মিঞা আলী আকবার আজিজী জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সবগুলো ধাপ ব্যবহার করা হচ্ছে। ছাড় পাবে না বিদেশে অর্থ পাচারকারীরা।
 
এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।