ঝিনাইদ‌হে পা‌খির দোকা‌নে আগুনে শতা‌ধিক পা‌খির মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
ঝিনাইদ‌হে পা‌খির দোকা‌নে আগুনে শতা‌ধিক পা‌খির মৃত্যু

ঝিনাইদহ শহ‌রের ব্যাপারীপাড়ার শাপলা চত্বরে এক‌টি পশুপা‌খির দোকানে আগু‌ন লে‌গে প্রায় শতা‌ধিক বি‌দেশি জা‌তের পা‌খির মৃত্যু হ‌য়েছে।

বুধবার (১২ মার্চ) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ব্যাপারীপাড়ার শাপলা চত্বরের কাজী ইবলুর বি‌ডি বার্ড ফু‌ডের দোকা‌নে আগুন লা‌গে।

স্থানীয়রা জানান, মশার ক‌য়ে‌ল থে‌কে আগুন মুহূ‌র্তের মধ্যে পু‌রো দোকা‌নে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। প্রথ‌মে স্থানীয়রা টের পে‌য়ে আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে ব্যর্থ হন। প‌রে ফায়ার সা‌র্ভিস কর্মীরা খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্রণ ক‌রে। ততক্ষ‌ণে আগুন আর কা‌লো ধোঁয়ায় দোকা‌নের ভিত‌রে থাকা প্রায় শতা‌ধিক লাভবার্ড, ককাটেল, বাজ‌রিকা, ডায়মন্ড ডাভ জা‌তের বি‌দেশি পা‌খির মৃত্যু হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র দা‌বি ক‌রে‌ছে, আগু‌নে কাজী ইবলুর ‌দোকা‌নে প্রায় ৮ থে‌কে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।