আবারও তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে পঞ্চগড়ে 

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
আবারও তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে পঞ্চগড়ে 
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১২ ডিগ্রির ঘরে উঠার একদিন পর আবারও তা কমে ৯ ডিগ্রিতে নেমেছে। এ নিয়ে আবারও জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা গেছে, দিনভর ঠান্ডার তীব্রতা কম থাকছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত বাড়ছে তীব্রতা। একই সাথে তাপমাত্রার পারদ উঠানামা করায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
 
এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তা শনিবার (৪ জানুয়ারি) বেড়ে গিয়ে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রবিবার (৫ জানুয়ারি) ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (৬ জানুয়ারি) ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় বলে জানায় আবহাওয়া অফিস।
 
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ নিয়ে আবারও জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’
 
এদিকে সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার পর সূর্যের মুখ দেখা মিলেছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়বে বলেও জানান পর্যবেক্ষক রোকনুজ্জামান।