মিয়ানমার সংঘাতে সেন্টমার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পিএম
মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে টেকনাফ উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে সেন্ট মার্টিনের বাসিন্দাদের অভিযোগ, টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন তারা। দ্বীপবাসীর দাবি, এ সমস্যা দ্রুত সমাধান না হলে অবস্থা খুব সংকটাপন্ন হবে। আর বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।