ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, সইতে না পেরে গলায় ফাঁস নিলেন শিক্ষক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, সইতে না পেরে গলায় ফাঁস নিলেন শিক্ষক

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক শিক্ষক।

মঙ্গলবার (৫ নভেম্বর) নিজ বাসার রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলার বড়চওনা ইউনিয়নের মেম্বার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষকের মেয়ের ভাষ্য, ‘গত কয়েক মাস ধরে স্কুলের শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিলেন। কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে তারা জানান, বাবাকে স্কুলে নানাভাবে হেনস্তা করা হবে। আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের খুব শিগগির গ্রেফতার করা হবে।

এর আগে, গত ২৭ আগস্ট ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ এনে অভিভাবক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ও মানববন্ধন করেন।