নওগাঁয় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
নওগাঁয় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুবোঝাই একটি ভটভটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটিরচালক মাসুদুর রহমান (৩৫) ও হেলপার মো. ভুট্টু (৪০) নিহত হন।
নিহতরা ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের বাসিন্দা।
এদিকে, মোটরসাইকেল চালকের সঙ্গে থাকা আরও ৪ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন- আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) এবং দিনাজপুর জেলার জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহতদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে সেলিম ও নাজিম উদ্দিনের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন গরুর ব্যবসায়ী নজিপুর-জয়পুরহাট সড়ক দিয়ে গরু কিনতে যাচ্ছিলেন। বাইপাস সড়কের তালঝাড়ী এলাকায় ডাবল ব্রিজের কা সড়কের পাশে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে ধামইরহাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
