মোংলায় গলায় রশি বাঁধা কুমিরের মৃতদেহ উদ্ধার


মোংলার নারকেলতলা খাল থেকে একটি মৃত কুমির উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (১৯ অক্টোবর) সকালে খালে কুমিরটি ভাসতে দেখে স্থানীয়রা বন কর্মকর্তাদের খবর দিলে বিকেল সাড়ে ৩টার দিকে সেটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় সুন্দরবনের করমজলে কুমিরটির দাফন সম্পন্ন হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উদ্ধার হওয়া কুমিরটির গলায় রশি বাঁধা ছিল এবং সামনের ডান পা অনুপস্থিত। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কেউ কুমিরটিকে হত্যা করে নদীতে ফেলে দেয়। প্রায় ১৫ থেকে ১৬ বছর বয়সী পুরুষ কুমিরটির দৈর্ঘ্য ছিল প্রায় ৯ ফুট।
তিনি আরও বলেন, কুমিরটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে পচে যাওয়ায় কোনো অঙ্গপ্রত্যঙ্গ সংরক্ষণ করা সম্ভব হয়নি। কে বা কারা কুমিরটি হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।