রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নগরের আওতাধীন মতিহার থানা উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে কমিটি বিলুপ্তির কথা অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীন মতিহার থানা উত্তর ও দক্ষিণ এবং কাটাখালী থানা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।