আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চলে গেলেন সেই নারী ফুটবলার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চলে গেলেন সেই নারী ফুটবলার

আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা খাতুনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়।

সুস্মিতা মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল সুস্মিতা। সে সময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে, এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সুস্মিতা মারা যায়।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে কিডনিতে জটিলতা দেখা দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

সুস্মিতা মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও ব্যাডমিন্টনেও জেলা পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল সে।

তার অকালমৃত্যুতে হরিরামপুর গ্রাম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলার ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।