স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ১

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ১

বরিশালে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন সরোয়ার হাওলাদার নামের এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন তাঁকে ধরে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি করে ছাত্র-জনতা। বেলা ২টার দিকে ওই ব্যক্তি আন্দোলনকারীদের কাছে যান। তিনি আন্দোলনের সমর্থনে বক্তব্য দিতে আগ্রহের কথা জানান। তাঁকে সুযোগও দেন আন্দোলনকারীরা।

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দুর্দশা ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে প্রায় ৫ মিনিট বক্তব্য দেন সরোয়ার হাওলাদার। পরে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন।

আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে সরোয়ারকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আটকে রাখে। তাঁকে একটি দোকানের মধ্যে আটকে নানাভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় সারোয়ার বারবার বলতে থাকেন, তিনি ভুলে এসব কথা বলেছেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা তামিম নামের একজন বলেন, ‘সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্য খাত সংস্কারের কথাও বলেছেন। শেষে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিই।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সরোয়ারের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাঁর বিরুদ্ধে মামলা হয়নি। সরোয়ারের বাড়ি বানারীপাড়া উপজেলায়।