সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা দায়ের


গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বিচার হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে আরও চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গত ২৭ ও ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয় বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম।
তিনি বলেন, ‘একটি মামলা ২৭ জুন এবং বাকি তিনটি ৩০ জুন দায়ের হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।’
চারটি মামলার বাদীরা গণঅভ্যুত্থানের সময় নিহত চারজনের স্বজন। এজাহার অনুযায়ী, এসব মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, তার পরিবারের সদস্য ও এক কাউন্সিলরকে। এ ছাড়া প্রতিটি মামলায় ৬০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হামলা চালানো হয়। এতে জালকুঁড়ি, মাদানিনগর ও ডাচ্ বাংলা ব্যাংক এলাকার তিনটি স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন।
ভুক্তভোগীদের পরিবার দাবি করেছে, সেদিন আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়। কয়েকজনের মরদেহ ঘটনাস্থলে, আবার কারওটি পরদিন উদ্ধার করা হয়।
মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, ‘এই ঘটনা গণহত্যার শামিল। উচ্চপর্যায়ের নেতৃত্বে সংঘটিত হওয়ায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।’
পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।