সপ্তম দিনের মতো আন্দোলনে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ মে ২০২৫, ০৩:৪৫ পিএম
সপ্তম দিনের মতো আন্দোলনে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

শিক্ষাব্যবস্থাকে দায়ি করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার ঘটনার পর থেকে আন্দোলনে কলেজটির শিক্ষার্থীরা। রোববার (২৫ মে) ক্লাস-পরীক্ষা বর্জন করে একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিন বেলা ১১ টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে ধ্রুবজিতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস ও সামনের সড়ক হয়ে রহমতপুর বাইপাস মোড় ঘুরে কলেজের প্রশাসনিক ভবনের ফটকের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
 
শিক্ষার্থীরা জানান, একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে সোমবার দুপুর ১২ টায়। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।