ফেনী সীমান্তে ৩৯ জনকে পুশ-ইন করল বিএসএফ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২২ মে ২০২৫, ০৬:৩১ পিএম
ফেনী সীমান্তে ৩৯ জনকে পুশ-ইন করল বিএসএফ

ফেনীর সীমান্ত দিয়ে ভারতীয় বাহনী বিএসএফ ৩৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে(পুশ-ইন)। জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ নাগরিককে ঠেলে দেওয়া হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৪টার মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা-ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশ-ইন করা হয়।

বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও ১৩ জন শিশু রয়েছে। ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি মুসলিম ও একটি হিন্দু পরিবার রয়েছে।

বিজিবি জানায়, আটকরা বাংলাদেশি নাগরিক বলে প্রমাণ পাওয়া গেছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। কোনো এক সময় তারা ভারতে যায়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিল। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশাররফ হোসেন জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার সকালে ফেনীর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।