রাঙ্গামাটিতে ভারত থেকে আনা ১১ গরুসহ আটক ২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৫, ১১:০৪ এএম
রাঙ্গামাটিতে ভারত থেকে আনা ১১ গরুসহ আটক ২
ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভারত থেকে আনা ১১টি গরু রাঙ্গামাটির কাউখালী উপজেলা হয়ে চট্টগ্রামে নেওয়ার পথে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু আটক করা হয়। এসময় গরুর মালিক দাবি করা দুই ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মো. সাকিব ওরফে বাবু (২৪) ও হালিমপুর গাজী বাড়ি এলাকার বাচা মিয়ার ছেলে শামীম (২৮)।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবে ভারতীয় গরু আসছে, এমন সংবাদ পেয়ে সড়কে অভিযান চালায় পুলিশ। এলাকার বটতলী থেকে ট্রাক বোঝাই ১১টি গরুসহ দুজনকে আটক করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া গরুগুলো রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটির সদরে আসে। তারপর রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আটকরা জানিয়েছে তিন-চার বছর যাবৎ এভাবেই গরু আনা হচ্ছে।

রাঙ্গামাটির জুড়াছড়ি ও বরকল সীমান্ত এলাকা দিয়ে মাঝেমধ্যেই ভারতীয় গরু, সিগারেট ও বিভিন্ন ধরনের মসলা রাঙ্গামাটি হয়ে দেশের বিভিন্ন এলাকায় আসছে।