ফরিদপুরে সেফটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত


ফরিদপুরের বোয়ালমারীতে গর্ত খুঁড়ে শৌচাগারের সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শফিকুল শেখ (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে ও দুই সন্তানের জনক। সজিব শেখ (৬) ও মরিয়ম (৪) নামে তার দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, মাহবুবুর রহমানের পাঁচতলা ভবনের নিচতলায় সেফটিক ট্যাংক নির্মাণের জন্য শফিকুলসহ দুই শ্রমিক খনন করছিলেন। ২০ ফুট গভীর দুটি গর্ত খনন শেষে রিং স্লাব বসানোর সময় আকষ্মিক পাড় ধসে গর্তের পাশে খননকৃত স্তুপ করে রাখা মাটির নিচে চাপা পড়েন শফিকুল। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শফিকুলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে— ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আব্দুল খালেক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শফিকুলকে উদ্ধার করি। যেখানে গর্ত খুঁড়া হয়েছে, তা ভরাটকৃত বালুমাটি হওয়ায় ধসে পড়েছে। গর্তটি ২০ ফুটের মতো। শফিকুল ৮-১০ ফুট মাটির নিচে চাপা পড়েছিল।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’
এছাড়া বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মাহমুদুল হাসান।