ডাকসু নির্বাচন: অনিদের প্রার্থিতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে সমর্থন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম
ডাকসু নির্বাচন: অনিদের প্রার্থিতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে সমর্থন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী-জাহেদ) প্যানেলের প্রার্থী অনিদ হাসান।

একই সঙ্গে ওই পদের প্রার্থী ছাত্রদলনেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪২ মিনিটে, অর্থাৎ ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন অনিদ।

ওই পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বোভৌমত্ব এবং একটি মুক্ত, অবাধ, প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাসের বিনির্মাণের বৃহত্তর স্বার্থে আমি অনিদ হাসান, ডাকসু নির্বাচন ২০২৫-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থিতা, আবু হায়াত মো. জুলফিকার ভাইকে সমর্থন দিয়ে প্রত্যাহার করছি। সেইসঙ্গে আমার বড় ভাই আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।