রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে লড়ছেন নারী ফুটবলার নার্গিস খাতুন


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক হিসেবে লড়বেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক রাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন।
নারগিস রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবল খেলেন নার্গিস। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ছাড়াও অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ জাতীয় নারী দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়া বসুন্ধরা কিংস নারী দলের হয়ে খেলেছেন।
এদিকে রাকসু নির্বাচনে নার্গিসের একই পদে (ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক) লড়বেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের ক্যাপটেন মেহেদী হাসান পুলোক, শিবিরের প্যানেল থেকে লড়বেন হামিদুল্লাহ নাঈম, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের ইয়াসিন আরাফাত বিজয়।
এ বিষয়ে জানতে চাইলে নারগিস বলেন, ছাত্রদল আমাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ছাত্রদল নারীদের সম্মান করে, ক্রীড়াকে উৎসাহিত করে। তাদের প্যানেলে যুক্ত হয়ে ভালো লাগছে।
তিনি আরও বলেন, আমি খুব কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সমস্যা এবং তাদের প্রাপ্যতা বুঝে না পাওয়ার বিষয়গুলো খেয়াল করেছি। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তার বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানের সম্মান অর্জনে ভূমিকা রাখার জন্য। কিন্তু তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। আমি অনেক খেলোয়ারদের দেখেছি যাদের সেই সক্ষমতা আছে আন্তর্জাতিক পর্যায়ে নিজ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার। অনেক মেয়েকে দেখেছি যারা খেলতে ইচ্ছুক কিন্তু খেলার সেরকম সুযোগ পাচ্ছে না।
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি করতে চান এমন প্রশ্নের উত্তরে নারগিস বলেন, শুধু বিশ্ববিদ্যালয় গণ্ডি নয় আন্তর্জাতিক পর্যায়ে নিজ বিশ্ববিদ্যালয়কে খেলাধুলায় প্রতিনিধিত্ব করানো, নিয়মিত প্র্যাকটিনসের জন্য মেয়েদের জিমনেশিয়ামের মাঠ পুনরায় চালু করা, প্রতিটি ডিপার্টমেন্ট এবং হলে ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিটি হল বিভাগ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ক্রীড়ার আলোকে আলোকিত করাসহ খেলোয়াররা যাতে তাদের প্রাপ্যতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়গুলো নিশ্চিত করতে চাই।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহি বলেন, নার্গিস খাতুন আমাদের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও আমার নিজ ডিপার্টমেন্টের ছোট বোন। জাতীয় নারী ফুটবল দলের গর্বিত খেলোয়াড়। শত ব্যস্ততার মাঝেও সে নিয়মিতভাবে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ই প্রথম জাতীয়ভাবে নারীদের ফুটবলে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমরা আজ সবার সমন্বয়ে সেরা রাকসু প্যানেল ঘোষণা করছি। এখানে প্রতিটি পদপ্রার্থী শুধু দলীয় পরিচয়ে নয় বরং ক্যাম্পাসে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব করছে।
তিনি আরও বলেন, প্যানেল ঘোষণার পর ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকরা আমাদের প্যানেলের প্রশংসা করেছেন, দোয়া করেছেন এবং আন্তরিকভাবে সমর্থন জানিয়েছেন। তারা এটিকে কেবল একটি দলের প্যানেল নয় বরং নিজেদের প্যানেল হিসেবে গ্রহণ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি হিসেবে শিক্ষার্থীদের এই অভূতপূর্ব সাড়া দেখে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।
এদিকে গতকাল (৭ সেপ্টেম্বর) দুপুর বারোটায় রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। ২৩টি পদেই তারা প্রার্থী দিয়েছেন।
অন্যদিকে ৮ ও ৯ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওই দিন কোন পদে কে এবং নারী কতজন এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, সবশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।