চাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন


দীর্ঘ ৩৬ বছর ধরে অকার্যকর থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখরিত করেন প্রশাসনিক ভবন চত্বর।
তাদের স্লোগান ছিল, ‘হয় মোদের চাকসু দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ডাকসু হলো, রাকসু হলো, চাকসু কেন থেমে গেলো’, ‘এক দুই তিন চার, চাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘প্রহসনের প্রশাসন মানি না, মানবো না’।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে, সেখানে চাকসু নিয়ে প্রশাসন একেবারেই নীরব। আমরা এতদিন রোডম্যাপ চেয়েছিলাম। কিন্তু এখন রোডম্যাপ নয়, তফসিল ঘোষণা চাই। বন্ধ ক্যাম্পাসে আমরা দাঁড়িয়েছি, ১ আগস্ট সিন্ডিকেটের পরপরই আমাদের ন্যায্য অধিকার চাকসুর তফসিল ঘোষণা না করলে খোলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণজোয়ার দেখতে পারবেন। তখন আপনাদের প্রশাসনিক ভবনে বসার ক্ষমতা থাকবে না। আপনাদের গদি ধরে টান দেওয়া হবে।’
মানববন্ধনে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, ‘জুলাইয়ে চবিতে আমাদের দুজন ভাই শহীদ হয়েছেন। সবার আগে চাকসুর তফসিল ও নির্বাচন হওয়ার কথা। কিন্তু এখনও নির্বাচন নিয়ে কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। অথচ, ডাকসু, রাকসু ও জাকসুর তফসিল ঘোষণা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানিয়েছেন, ১ আগস্ট সিন্ডিকেট সভা রয়েছে। সেখানে চাকসুর নীতিমালা চূড়ান্ত হলে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষ্যমতে, চাকসু শুধু একটি নির্বাচন নয়, এটি তাদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র। বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করলে, এবার আর চুপ করে থাকবে না শিক্ষার্থীরা। সময়মতো তফসিল না এলে এবার আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে।