বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল ‘গ্রিল পার্টি’


বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতির উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি পার্কে অনুষ্ঠিত হয়ে গেল “গ্রিল পার্টি”। দিনব্যাপী চলা এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় উৎসবমুখর পরিবেশে।
মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হওয়া এই গ্রিল পার্টিতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি।
অনুষ্ঠানের শেষের দিকে আগামী দিনের করনীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাকিম টিটু। এতে উপস্থাপনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাসুদ রেজা।
অনুষ্ঠানে বক্তারা বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, শিল্প-সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টার কথা তুলে ধরেন।
সংগঠনের উপদেষ্টা হাফিজুর রহমান আলম বলেন, “এই সংগঠনটি মুন্সীগঞ্জ-বিক্রমপুর নামে হলেও আমরা মূলত জার্মানি প্রবাসী সকল বাংলাদেশীদের সুখ, দুঃখে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা একটি মানবিক এবং সৌহার্দ্যপূর্ণ কমিউনিটি প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকব।”
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলী পাটোয়ারী সাধারণ সম্পাদক।