আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম
আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেনি। আমাদের আহ্বান প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। 

বৃহস্পতিবার এনসিপির মাসব্যাপী গণ-ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের সংলগ্ন ইস্কাটন গার্ডেন রোডে দল-মত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে প্রতিদিন এই ইফতার আয়োজন চালিয়ে যাবে এনসিপি। 

অনুষ্ঠানের প্রথম দিনে যোগ দিয়ে নাহিদ বলেন, রমজান আমাদের আত্মসংযম, ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়, আমরা সেটা ধারণ করব। সমাজে সম্প্রীতি, সহিষ্ণুতার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, সেটা শুধু রমজান মাস নয় বছরব্যাপী আমরা তা চর্চা করব। সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা হয় সেজন্য আমরা কাজ করব। 

তিনি বলেন, আমাদের সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। শান্তি, সহনশীলতার কাজটি প্রত্যেকের নিজ জায়গা থেকে আমাদের করতে হবে।

নাহিদ বলেন, রমজান জুড়েই যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকে। ইদের সময়ও মানুষ স্বস্তিতে বাজার করতে পারে। সড়কে যেন নিরাপত্তা থাকে। এনসিপির কর্মসূচি নিয়ে নাহিদ বলেন, রমজানে আমাদের বড় কর্মসূচি থাকবে না, আমাদের গঠনতন্ত্র পরবর্তী পরিকল্পনা সাংগঠনিক কাজ করব। রমজানের পর দেশব্যাপী আমাদের কাজ শুরু হবে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্যসচিব সাইফ মুস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।