দেশ মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জিএম কাদের
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও মানুষের মঙ্গলের জন্য তাঁর সুস্থতা জরুরি। আল্লাহর রহমতে খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এ আশা করি।
খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জাপা চেয়ারম্যান।